আমরা কাজ শুরু করি পেশেন্ট জার্নি মাথায় রেখে।
- একটি তথ্যভিত্তিক ওয়েবসাইট বানানো হয় যেখানে লাইফস্টাইল টিপস, খাবারের চার্ট আর ডায়াবেটিস সম্পর্কিত ব্লগ থাকে।
- ছোট ছোট ভিডিও বানিয়ে ইউটিউব-এ শেয়ার করি।
- ফেসবুক-এ সচেতনতা বাড়ানোর জন্য ক্যাম্পেইন চালাই।
- এপয়েন্টমেন্ট সিস্টেমে অনলাইন কনসাল্টেশন অপশন রাখা হয়, যাতে দূরের রোগীরাও সহজে যোগাযোগ করতে পারে।
রেজাল্ট:
- মাত্র ৪ মাসে ওয়েবসাইট ভিজিটর ৫০,০০০ ছাড়িয়েছে।
- ইউটিউব চ্যানেল-এ ১০,০০০+ সাবস্ক্রাইবার হয়েছে।
- অনলাইন এপয়েন্টমেন্ট-এর কারণে শুধু ঢাকাই নয়, রাজশাহী আর চট্টগ্রাম থেকেও রোগী আসা শুরু হয়েছে।