আমরা শুরু করি তাঁর জন্য সম্পূর্ণ পার্সোনাল ব্র্যান্ডিং।
- একটি আধুনিক আর patient-friendly ওয়েবসাইট বানানো হলো।
- দাঁতের যত্ন, ব্রেসেস, কসমেটিক ডেন্টাল কেয়ারের উপর ব্লগ কনটেন্ট লেখা হলো।
- গুগল প্রোফাইল অপটিমাইজ করা হয়—ঠিকানা, টাইমিং, রিভিউ সবকিছু সাজানো হলো।
- ফেসবুক ও ইউটিউব-এ ছোট ছোট টিপস ভিডিও বানিয়ে নিয়মিত পোস্ট করা শুরু হয়।
রেজাল্ট:
- মাত্র ৩ মাসে ওয়েবসাইট ভিজিটর ২৫,০০০+ ছাড়িয়েছে।
- গুগল প্রোফাইল থেকেই প্রতি মাসে গড়ে ৫০+ নতুন কল এসেছে।
- ফেসবুক পেজ-এ ফলোয়ার বেড়েছে ৪ গুণ।