আমরা কাজ শুরু করি তাঁর রোগীদের আসল সমস্যাগুলোকে কেন্দ্র করে।
- একটি সুন্দর ওয়েবসাইট বানানো হয় যেখানে সাধারণ ত্বকের রোগ নিয়ে সহজভাবে লেখা আর্টিকেল থাকে।
- নিয়মিত ব্লগ পোস্ট করা হয়—“ব্রণ কেন হয়?”, “সঠিক স্কিন কেয়ার” ইত্যাদি।
- ফেসবুক পেজ-এ Q&A সেশন চালু করা হয় যেখানে রোগীরা প্রশ্ন করে সরাসরি উত্তর পেতেন।
- ছোট ছোট ভিডিও বানিয়ে ইউটিউব-এ আপলোড করা হয়—যাতে তিনি শুধু ডাক্তার নন, একজন trusted advisor হিসেবেও পরিচিত হন।
রেজাল্ট:
- ৪ মাসে ওয়েবসাইট ভিজিটর ৩৫,০০০ ছাড়িয়েছে।
- গুগল প্রোফাইল থেকে মাসে গড়ে ৫০+ নতুন রোগী বুকিং করছে।
- ফেসবুক পেজ-এ ফলোয়ার বেড়েছে ১০ গুণ, আর রোগীদের সাথে সরাসরি যোগাযোগ বেড়েছে।