আমরা শুরু করি একেবারে শূন্য থেকে।
- বানালাম একটি আধুনিক আর patient-friendly ওয়েবসাইট।
- করলাম এসইও, যাতে “কার্ডিওলজিস্ট ঢাকা” লিখলে তাঁর নাম উপরে আসে।
- সেটআপ করলাম গুগল প্রোফাইল, যেখানে লোকেশন, টাইমিং আর রিভিউস সঠিকভাবে দেয়া হলো।
- ফেসবুক আর ইউটিউবের জন্য ছোট ছোট হেলথ টিপস ভিডিও তৈরি করে নিয়মিত পোস্ট করা শুরু করি।
রেজাল্ট:
- ওয়েবসাইট লাইভ হওয়ার ৩ মাসের মধ্যে নতুন রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৪৫%।
- শুধু গুগল প্রোফাইল থেকেই প্রতি সপ্তাহে গড়ে ২০+ কল আসতে শুরু করে।
- ফেসবুক পেজে ফলোয়ার বেড়েছে ৫ গুণ।